09
Jul
পরিস্থিতি যাতে আরও জটিল না হয় তাই কড়া হাতে নিয়ন্ত্রণ করতে গ্রামে কম্যান্ডো নামালো বিজয়ন সরকার। কেরলের তিরুবনন্তপূরমের উপকূলবর্তী একটি গ্রামে খুব দ্রুতগতিতে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। পুনথুরা নামে পরিচিত ওই গ্রামের মানুষ যাতে করোনা বিধি মেনে চলেন তার জন্যে সেখানে ২৫ জন কম্যান্ডো মোতায়েন করা হল রাজ্য সরকারের তরফ থেকে। বুধবার ওই গ্রামের কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, কমান্ডো, অ্যাম্বুলেন্স এবং পুলিশ গোটা গ্রামের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে রীতিমতো টহল দিচ্ছে। লাউডস্পিকারের মাধ্যমে এমন ঘোষণাও করতে শোনা গেছে : "যদি কাউকে অহেতুক ঘোরাঘুরি করতে দেখা যায় তবে সঙ্গে সঙ্গে কম্যান্ডোদের সহযোগিতায় তাঁদের ধরে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে দেওয়া হবে এবং তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে"।