Sonakshi Sarkar

791 Posts
আদৃত-কৌশাম্বির বিয়েতে কেন যাননি সৌমিতৃষা?

আদৃত-কৌশাম্বির বিয়েতে কেন যাননি সৌমিতৃষা?

টিআরপি তালিকার শীর্ষে থাকা ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু। তাদের অনক্রিন রসায়ন সকলের এতটাই মনে ধরেছিল দর্শকদের, যে তারা চাইত বাস্তবেও যেন তারা একে অপরের সাথে সম্পর্কে যায়। কিন্তু তা হয়নি। সদ্য সেই ধারাবাহিকেরই দিদিয়ার চরিত্রে অভিনয় করা কৌশাম্বির সঙ্গে বিয়ে হয় আদৃতের। এও শোনা যায় সৌমিতৃষার সঙ্গে নাকি আদৃত এবং কৌশাম্বির সম্পর্ক ভালো নয়। বিয়েতেও দেখা যায়নি তাকে। বিয়ের দিন বাইরে ছিলেন তিনি। সৌমিতৃষার ইনস্টাগ্রাম স্টোরি তাই বলছে।
Read More