10
Jan
ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা। মঙ্গলবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে জেলার শহর ও শহরতলি। বুধবার ভোর থেকেই জেলায় বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সবটাই ঢেকে গেছে। যার কারনে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের গতিও ছিল কম। কনকনে শীতের হাত থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন, তাই এদিন জেলার বিভিন্ন স্থানে পথের ধারে আগুন জ্বেলে শরীরকে সচল রাখাতে দেখা যায় অনেককে।