01
Feb
আদালত জ্ঞানবাপী মসজিদের সিল করা বেসমেন্টে হিন্দুদের পূজা করার দিল অনুমতি। বুধবার বারাণসী জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বারাণসী জেলা প্রশাসনকে সাত দিনের মধ্যে পুজো শুরুর ব্যবস্থা করতে বলা হয়েছে। তহখানা হল মসজিদের নিচের ভূগর্ভস্থ কক্ষ বা বেসমেন্ট। জ্ঞানবাপী মসজিদের নিচে এরকম চারটি বেসমেন্ট রয়েছে। এদিকে, দক্ষিণ বেসমেন্টটি এখনও ব্যাস পরিবারের মালিকানাধীন। তাই বেসমেন্টের নাম 'ব্যাস কি তহখানা'। আদালত হিন্দু পক্ষকে এই 'ব্যাস কি তহখানা'তে পূজা করার অনুমতি দিয়েছে। বুধবার হিন্দুদের পক্ষে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আদালতে হাজির হন। আদালতের রায়ের কথা জানান তিনি। জৈন বলেন, 'ব্যাস কা তহখানা'তে হিন্দুদের প্রার্থনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের উচিত সমস্ত ব্যবস্থা…