10
Feb
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরে প্রথমবারের জন্য দূরপাল্লার ট্রেন পরিষেবা শুরু হয় ২০০৪ সালে। কিন্তু রাতে বালুরঘাট থেকে উত্তরবঙ্গগামী কোনও ট্রেন নেই। বালুরঘাট ও শিলিগুড়ির মধ্যে একটি ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করে বর্তমানে। তাই অনেকদিন ধরেই দাবি উঠেছিল বালুরঘাট থেকে রাতে উত্তরবঙ্গগামী ট্রেন চালানোর। সীমান্ত পার্শ্ববর্তী এই জেলার রেল নেটওয়ার্ক খুব একটা উন্নত নয়। এই পরিস্থিতিতে সম্প্রসারণের কাজ চলছে হিলি বালুরঘাট রেল লাইনের। এছাড়া অমৃত ভারত প্রকল্পের আওতায় বালুরঘাট স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার পরিদর্শনের সময় জানান, পরিকল্পনা করা হচ্ছে রাতে…