20
Jun
সান্দ্রা হেমে বিনা দোষেই খুনের দায়ে ৪৩ বছর জেল খাটছেন। সম্প্রতি আমেরিকার আদালত তাকে মুক্তির নির্দেশ দিয়েছে। বিচারক রায়ান হর্সম্যান তার রায়ে বলেন, ওই নারী যে নির্দোষ তা প্রমাণ করেছেন। ৩০ দিনের মধ্যে তাকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে বিচারক বলেন, এতদিন পর্যন্ত ওই নারীর নির্দোষ তার স্বপক্ষে ঠিকঠাক প্রমাণ সংগ্রহ করা সম্ভব হচ্ছিলনা। হ্যামের আইনজীবী নিউইয়র্কে ইনোসেন্স প্রজেক্টের অধীনে ছিলেন। তিনি বলেন, একজন নারীকে কোনো অপরাধ না করেই এতদিন জেলে থাকতে হয়েছে। ওই মহিলার দ্রুত মুক্তির জন্য আবেদন করা হয়েছে। তার সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করারও ব্যবস্থা করা হয়েছে। মামলাটি ১৯৮০ সালের ১৩ নভেম্বর শুরু হয়। প্যাট্রিসিয়া জেসচকে, ৩১…