29
Apr
অতিরিক্ত ক্ষরার কারণে পাট চাষে সমস্যায় জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর একাংশের কৃষকরা।কয়েকদিনের প্রচন্ড দাবদহের কারণে ওই এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা।কোথাও দেখা যাচ্ছে পাটগাছ একেবেরেই গরমের দাবদাহে ছোট ছোট পাট গাছ ঝিমিয়ে পড়েছে। কোথাও আবার দেখা গেল জলের অভাবে ভুট্রা খেত শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভুট্রা খেতে শ্যালো মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষকরা। দক্ষিণ বিবেকানন্দ পল্লীর স্থানীয় কৃষক দিলীপ মন্ডল বলেন, অতিরিক্ত খরার ফলে অন্যান্য ফসলের পাশাপাশি পাট গাছ মারা যাচ্ছে।এখন এই সময় খুবই বৃষ্ঠির প্রয়োজন। জলের অভাবে খেত নষ্ঠ হতে শুরু করেছে। এই কয়েকদিনের খরায় ছোট ছোট পাট গাছ শুকিয়ে…