11
Apr
অধিকাংশ মধ্যবিত্ত মানুষ প্রায় নিত্যদিন স্বল্প দূরত্বের ট্রেনে চেপে নিজেদের গন্তব্যে পৌছাই। কেউ যায় অফিস, কেউ স্কুল, কেউ আবার কলেজ। লম্বা দূরত্বের দূর পাল্লার ট্রেনের নানা নাম রয়েছে যেগুলো আমাদের সকলেরই কমবেশি জানা। কোনোটা সুপারফাস্ট, কোনটা মেল, আবার কোনোটা এক্সপ্রেস। তবে শুধু দূরপাল্লার নয় স্বল্প দূরত্বেরও ট্রেনেরও কিন্তু নাম রয়েছে, সেগুলি যথাক্রমে DEMU,EMU এবং MEMU। আপনি কখন কোনটায় চড়েন জানেন? MEMU TRAIN- মেমুর পুরো নাম মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপেল ইউনিট। এই ট্রেনগুলি বিশেষত মেইনলাইনে চলাচল করে। এই ট্রেনগুলোর গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হয়। এই ট্রেনগুলোতে ৮ থেকে ১২টি কোচ থাকে। পাশাপাশি এই ট্রেনগুলিতে এয়ার কন্ডিশনিং, ওয়াশরুম এছাড়াও আরও…