27
Oct
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেল সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালাতে চলেছে। যেখানে খুব কম ভাড়ায় দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। সেই লক্ষ্যেই, কেন্দ্রীয় সরকার সারা দেশের ১০০ টি প্রধান রেলপথে পুশ-পুল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে ৬০০ টি পুশ-পুল লোকোমোটিভ তৈরির জন্য টেন্ডার জারি করা হবে। এর মধ্যে ১০০ টি ইঞ্জিন সহ বিশেষ নন-এসি পুশ-পুল ট্রেন চালানো হবে। উল্লেখ্য যে, রাজধানী-শতাব্দীর মতো এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। জানা গিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি-মুম্বই-পাটনার মধ্যে এই পুশ-পুল ট্রেন চলবে। পাশাপাশি, দিল্লি…