01
Nov
উত্তরবঙ্গের গন্ডারের জন্য এক অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা করছে বন দফতর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন দফতরের কর্তারা। উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা আগের চেয়ে বাড়লেও, কমে গিয়েছে এই প্রজাতির জিনের গুণমান, স্ত্রী-পুরুষের অনুপাত বলে তাঁদের বক্তব্য, । যা রীতিমতো চিন্তার বিষয়।একই মত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষকেরাও। এই সমস্যার সমাধানে আপাতত এক জোড়া করে স্ত্রী গন্ডার জলদাপাড়া ও গরুমারার মধ্যে বদলি করা হবে। বন দফতর সূত্রে খবর, জলদাপাড়া এবং গরুমারার মধ্যে যে নিবিড় যোগাযোগ ছিল, তা অনেক জায়গায় বনের জমি দখল করে অবৈধ বসতি এবং রাস্তাঘাট হওয়ার কারণে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তাই প্রজননের ক্ষেত্রে নির্দিষ্ট…