13
Feb
প্রতি বছরই শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জটেশ্বরের গরুহাটির মাঠে। এই মেলা ১৫ দিন ধরে চলে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে। প্রতি বছর লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুণ্যার্থীর আগমণ হয় জটেশ্বর শিব মন্দিরে। এবিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, "আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে। শোভা যাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয়। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় বলে জানান তিনি।" এবারে শিব চতুর্দশী উপলক্ষে পনেরোদিন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।"…