10
Mar
নেবারহুড ফার্স্ট পলিসির অন্তর্গত ভুটানে দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে Gyalsung প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা মঞ্জুর করেছে ভারত সরকার। এই দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১২তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (FYP) জন্য ২৮ ফেব্রুয়ারি ভুটানের রাজধানী থিম্পুতে ভুটান ও ভারত সরকারের মধ্যে পঞ্চম ভুটান-ইন্ডিয়া স্মল ডেভেলপমেন্ট প্রজেক্ট (SDP)/হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (HICDP) কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ভুটানে ভারতীয় দূতাবাসর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে HICDP কমিটির বৈঠকে ভুটানের ২০টি জংখাগ এবং ৪টি থ্রোমডেস জুড়ে বাস্তবায়িত ৫২৪টি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। এছাড়া বৈঠকে জল সরবরাহ, শহরের ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, রাস্তা, সেচ চ্যানেল, সেতু, স্বাস্থ্য ও শিক্ষা মতো বিষয়…