02
Aug
বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গলমহলে শিক্ষার সার্বিক প্রসারে ‘বিরাট’ পদক্ষেপ নিলেন তৃণমূল সুপ্রিমো। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় সাঁওতালি মাধ্যমের স্কুল চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিএড কলেজগুলিতেতেও সাঁওতালি ভাষার প্রসারে উদ্যোগী রাজ্য সরকার। নবান্ন তরফে এক বিবৃতি জারি করে জানানো ৮৪৪টি পদে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে রাজ্য। জঙ্গলমহলের ঝাড়গ্রামের ব্লকে ব্লকে সাঁওতালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল খোলার পাশাপাশি হোস্টেল খুলতেও উদ্যোগী মমতা…