30
May
লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে চলতে থাকা সমস্ত জল্পনাকে সত্যি করে অবশেষে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘীর বিধায়ক বায়রন বিশ্বাস। দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিলেন তিনি। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বড় মুখ করে বলেছিলেন, ‘দলের বিধায়কের সংখ্যা ১ থেকে ১০০ করব। এটা সবে শুরু।’ জানিয়ে দেন, ‘তৃণমূলে যাওয়ার প্রশ্নই নেই। অন্য কেউ দলবদল করতে পারেন। আমি না।’ এর তিনমাসের মধ্যেই দলবদল করা সেই বায়রন বিশ্বাসের গলায় সম্পূর্ণ উলটো সুর। ঘাটালের ক্যাম্পে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে বসে কংগ্রেসের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন তিনি।…