04
May
এগ্রি ইনপুট বিজনেস ‘ইনেরা ক্রপসায়েন্স’ (Inera CropScience) লঞ্চ করল বায়োসায়েন্স কোম্পানি ‘অ্যাবসলিউট’ (Absolute)। কোম্পানির তরফে ভারতে লঞ্চ করা হল তাদের ক্রপ-অ্যাগ্নোস্টিক রেঞ্জের বায়োফার্টিলাইজার, বায়োস্টিমুল্যান্ট, বায়োকন্ট্রোল ও সীড কোটিং প্রোডাক্টস। প্রাথমিক পর্যায়ে ইনেরার বায়োলজিক্যাল ইনপুটসের মাধ্যমে কৃষকরা সয়েল কোয়ালিটি, প্ল্যান্ট ইমিউনিটি, ডিজিজ রেজিস্ট্যান্স, পেস্ট প্রোটেকশন ইত্যাদি সুবিধা গ্রহণ করে তাদের উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। ভারতে আরম্ভ করার মধ্য দিয়ে ইনেরা বিশ্বের ২০% জনসংখ্যার চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ইনেরার প্রোডাক্টগুলি তৈরি হয়েছে তাদের নিজস্ব ‘ন্যাচারাল ইন্টেলিজেন্স প্লাটফর্ম’ ব্যবহার করে এবং ‘সিগন্যাল ট্রিগার্ড রিজেনারেটিভ অ্যাক্টিভেশন কমপ্লেক্স টেকনোলজি’র ফর্মুলায়, যাতে বায়োলজিক্যাল এজেন্ট সংরক্ষিত থাকে এবং শেলফ-লাইফ ও পারফর্ম্যান্স বৃদ্ধি পায়।…