08
May
ফিরে এলো পুরোনো স্মৃতি, মহানগরীর বুকে শুরু হল ধর্মঠাকুরের পুজো। অতীতে ধর্মঠাকুরের পুজো হত বলেই কলকাতার প্রাণকেন্দ্রের নাম ধর্মতলা হয় বলে দাবি। শুরু হল ‘হারিয়ে যাওয়া’ পুজো। চলবে পাঁচ দিন। ভারতের ‘লুপ্ত’ মেলা-পার্বণ খুঁজে বার করা এবং তা ফিরিয়ে আনার জন্য কয়েক বছর আগে ‘মার্গদর্শনম’ নামে একটি সংগঠন তৈরি হয়। মূলত সেই সংগঠনের উদ্যোগেই হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভমেলার আয়োজন শুরু হয় ২০২২ সালে। এর পর এ বছর সেই আয়োজন বড় আকার নেয়। এমনকি, নদিয়ার কল্যাণীতেও গঙ্গায় কুম্ভস্নান শুরু হয়। আয়োজকদের অন্যতম প্রধান কলকাতার মহানির্বাণ মঠের সাধারণ সম্পাদক স্বামী সর্বানন্দ অবধূত মহারাজ। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম…