11
Feb
দেশের নেতৃস্থানীয় অন্যতম সার্বজনীন ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট(এফডি) সুদের হার বাড়িয়ে ৫০bps করেছে। সংশোধিত এফডি রেটগুলি ২কোটি টাকা পর্যন্ত খুচরা আমানতের জন্য প্রযোজ্য। যা ৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর৷ এই ঊর্ধ্বমুখী সংশোধনের মাধ্যমে বন্ধন ব্যাংক ব্যাংকিং শিল্পে স্থায়ী আমানতের সর্বোচ্চ সুদের একটি অফার করছে। যা সীমিত সময়ের জন্য কার্যকর।বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা ৬০০ দিনের মেয়াদের জন্য এই বিশেষ অফার পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক ৮.৫% সুদ সহ p.a. এবং অন্যদের জন্য ৮% সুদ ধার্য করেছে বন্ধন ব্যাঙ্ক। গ্রাহকরা রিটেইল ইন্টারনেট ব্যাঙ্কিং বা mBandhan মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন।…