Year: 2022

দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। মাথায়, পিঠে, পায়ে এবং শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন ঋষভ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ (Rishabh Pant Car Accident)। জানা গিয়েছে, দুর্ঘটনার পর তাঁর বিলাসবহুল গাড়িটিতে আগুন লেগে যায়। ঋষভের দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর মাথায় চোট পেয়েছেন ঋষভ পন্থ। এছাড়াও দুর্ঘটনায় ক্ষত বিক্ষত তাঁর পিঠ। জানা গিয়েছে, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।…
Read More
খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রসের অপেক্ষায় রস সংগ্রহকারী চাষীরা

খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রসের অপেক্ষায় রস সংগ্রহকারী চাষীরা

খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রসের অপেক্ষায় রস সংগ্রহকারী চাষীরা। মৌসুমী ঝঞ্ঝা থাকার কারণে পড়ছে না জাকিয়ে শীত, তারই প্রতিফলন এবার খেজুরের রসে। অন্যান্য বছরের তুলনায় এ বছর এখনও রসের যোগান অনেকটাই কম, তার কারণে খেজুরের গুড়ের চাহিদা থাকলেও রসের যোগানের অভাবে গুড় তৈরি করতে পারছে না চাষীরা। নদীয়ার শান্তিপুর, রানাঘাট,কৃষ্ণনগর,চাপড়া সহ বিভিন্ন গ্রামগুলিতে খেজুর গাছের সংখ্যা খুব একটা কম নয়। শীতের মরশুম পড়তেই অন্যান্য চাষের মধ্য দিয়ে খেজুরের গুড়ের ব্যবসায় অনেকটাই লাভবান হন চাষীরা, আর এই শীতকালের অপেক্ষায় থাকে বেশি অংশ চাষী। চাষীরা জানাচ্ছেন অন্যান্য বছর এই সময় জাকিয়ে শীত পড়তো, আর খেজুরের রসের যোগানো হতো পরিমাণ মতো। সেই রস…
Read More
বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে শনিবার পর্যটকদের ঢল নামলো স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি গ্ৰীন পার্কে। সারা বছরই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন হয় এই গ্ৰীন পার্কে। বছরের শেষে প্রচুর জনসমাগম লক্ষ‍্য করা গেল গ্ৰীন পার্কে‌। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰীন পার্ক স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত। এলাকার 24 জন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা এখানে যুক্ত রয়েছে। পর্যটকদের আগমন হওয়ায় খুশি স্বনির্ভর দলের মহিলারা।
Read More
পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল আম্বানির ছেলে ও রাধিকাকে

পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল আম্বানির ছেলে ও রাধিকাকে

কালিনা এয়ারপোর্ট: এদিন বিমানবন্দরে পৌছতেই ফুলে ফুলে ভরে গেল চারিদিক। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল অনন্ত ও রাধিকাকে। গোটা গাড়ির সামনের কাঁচও প্রায় ফুলে ঢাকা। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হল অনন্ত অম্বানি সঙ্গে রাধিকা মার্চেন্টকেও। তবে বিয়ের ফুল যে ফুটবে, শানাই বাজার অপেক্ষায়, তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ বাগদানের আগে অম্বানির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে রাধিকাকে দেখা যেত। গত কয়েক বছর ধরেই মূলত অনন্ত এবং রাধিকার মধ্যে যোগাযোগ ছিল। তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার। তবে শেষ অবধি সেই রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে। এবার অনন্ত অম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের…
Read More
রিয়েলিটি শো’তে সুযোগের নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা !

রিয়েলিটি শো’তে সুযোগের নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা !

কলকাতা: নামী টিভি চ্যানেলের রিয়েলিটি শো'তে ( Reality Show) সুযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণার (Fraud Case) অভিযোগ। প্রতারণাকাণ্ডে ২ জনকে গ্রেফতার (Arrested) করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত এপ্রিল মাসে রাজারহাট থানায় ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, তাদের চ্যানেলের নাম করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে চ্যানেলের লোগো ব্যবহার করে ও রিয়েলিটি শো'তে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগের পর তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। গতকাল রাতে ব্যারাকপুর ন'পাড়া ও জগদ্দল থেকে দুজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃতদের নাম…
Read More
ইউটিউবার ঝিলম গুপ্তার বলিউডে পা নিয়ে জল্পনা

ইউটিউবার ঝিলম গুপ্তার বলিউডে পা নিয়ে জল্পনা

সোশ্যাল মিডিয়ার দৌলতে উঠে এসেছে একাধিক সুপ্ত প্রতিভারা। তেমনি জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটার ঝিলম গুপ্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসিকতায় সকলকে মাতিয়ে রেখেছেন বরাবরই। ঝিলমকে চেনেন না এমন বাঙালির সংখ্যা খুব কমই রয়েছে। ছবির রিভিউ হোক কিংবা টেলিভিশনে মজাদার কোনও কাণ্ড, নেটদুনিয়ায় ভিডিয়ো পোস্ট করে নিজের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে দেখা যায় তাঁকে। শীঘ্রই অন্য রূপে দেখা যাবে ঝিলমকে। হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। করণ জোহরের প্রযোজনায় কাজ করবেন। ঝিলমের লুকের জন্যই তাঁকে বেছে নিয়েছে এই বলিউড ছবির টিম। সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসেই তিলোত্তমাতেই শ্যুটিং শুরু করবেন পরিচালক। সবটাই সময় আসলে খোলসা করবেন বলে জানিয়েছেন।একটি অ্যান্থোলজি সিরিজের প্রযোজনা করতে চলেছেন…
Read More
পরমব্রত-সোহিনীর নতুন ছবি ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’

পরমব্রত-সোহিনীর নতুন ছবি ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ‘মানবজমিন’-এর হাত ধরে পরিচালনায় হাতেখড়ি। নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবির কথা ঘোষণা করলেন পরিচালক শ্রীজাত।‘অটোগ্রাফ’ ছবির জন্য শ্রীজাত গানের শব্দ লিখেছিলেন ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সেই গানের সুর দিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র। এবার তাঁরই লেখা গানের অনুসরণে ছবির নাম ঠিক হয়েছে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। প্রযোজনায় আছেন রানা সরকার।নতুন ছবিতে জুটি হিসাবে দেখা যাবে সোহিনী সরকার এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। কলেজস্ট্রিট বইপাড়া, ট্রামলাইনকে ঘিরে ছবির গল্প বুনেছেন পরিচালক। ছবির কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। এই ছবিতে ট্রামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবির চিত্রনাট্যে একজন…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

সাতসকালে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের পারমুন্ডা এলাকায় পথ অবরোধ এলাকাবাসীরদের। বেহাল রাস্তা সংস্কারের পাশাপাশি গজলডোবা- শিলিগুড়ি রাস্তায় যাতায়াতের চরম সমস্যা বলে এলাকাবাসীদের অভিযোগ। এদিন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। নিত্যযাত্রী এবং স্থানীয়দের দাবি শিলিগুড়ি যেতে আমবাড়ি দিয়ে ঘুর পথে যেতে অনেক সময় লাগছে। যাতায়াতের সুব্যবস্থা করা হোক এবং ঘুরপথে যেন আর যেতে না হয় সেই ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে।
Read More
আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। গান্ধীনগরে আজই হবে হীরাবেনের শেষকৃত্য। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর আজকের বঙ্গসফর বাতিল করা হয়েছে। তবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ…
Read More
কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর

কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর

ফ্রান্সে তৈরি কয়েক কোটি টাকার সাপের বিষ বুলেটপ্রুফ জারে ভর্তি করে পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত কালিমুদ্দিন আনসারি (৪৮) ইসলামপুরের ক্ষুদিরামপল্লি এবং জুবায়ের খান (৪১) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মনে করা হচ্ছে, কাঁচের জারে ভর্তি করে সাপের বিষ বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পাচার করা হচ্ছিল। কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জ বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন মুরালিগঞ্জ এলাকা থেকে একটি মোটরবাইক আটক করে। তাতে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে সাপের বিষভর্তি জার উদ্ধার হয়।ঘোষপুকুর রেঞ্জ, রানিডাঙ্গা ৪১ নম্বর ব্যাটালিয়নের এসএসবি জওয়ান এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কনট্রোল ব্যুরো গোপন সূত্রের খবর ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায়।…
Read More