ভোট পরবর্তী হিংসা! ঘটনায় গুরুতর জখম দুই মহিলা সহ ছয় জন

ভোট পরবর্তী হিংসা! ঘটনায় গুরুতর জখম দুই মহিলা সহ ছয় জন।বিজেপির মন্ডল সভাপতি ও তার পরিবারের উপর হামলার অভিযোগ।অভিযোগের তীর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।প্রতিবাদে মাঝরাতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির নেতা কর্মী সমর্থকদের। পাশাপাশি সোমবার ১২ ঘন্টার বনধের ডাক বিজেপির। ঘটনায় চরম শোরগোল পরে গিয়েছে গোটা শহরে।

 প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের খোলাইভক্তরি গ্রামে।অভিযোগ, খোলাইভক্তরি গ্রামের বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর ঠাকুরের উপর রবিবার রাতে হামলা চালায় এলাকারই তৃণমূলের কংগ্রেস কর্মীরা।ভোটে বিজেপির হয়ে প্রচার, নির্বাচনী বুথ কার্যালয় খোলা ও জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তার উপর হামলা করেছে তৃণমূল আশ্রিত গুন্ডারা বলে অভিযোগ।এদিন রাতে নন্দকিশোরের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র, লাঠি দিয়ে আঘাত করা হয়।

পরিবারের বাকি সদস্যরা তাকে বাঁচাতে গেলে তাদের উপরেও হামলা চালায় তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী বলে অভিযোগ। ঘটনায় নন্দকিশোর ঠাকুর ছাড়াও রাজেশ যাদব, মনোজ পাসওয়ান, শুভ ঠাকুর, ফুল ঠাকুর, সঞ্জয় ঠাকুর, সঞ্জিব ঠাকুর জখম হয়েছে। তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর মাটিগাড়া থানায় স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ আব্দুল, কৈলাস মন্ডল, সাগর মন্ডল, বিজয় মন্ডল সহ মোট ১১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবাদে রাতেই মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।