09
Aug
দিনের পর দিন বদলাচ্ছে আবহাওয়া৷ যত সময় এগোচ্ছে তত বদল হচ্ছে এর৷ দীর্ঘ কয়েক দশক ধরেই এই পরিবর্তন চোখে পড়ছিল। এই বদলের ফলে বাড়ছে বিপদ। গ্লোবাল ওয়ার্মিং -র জেরে সেই পরিবর্তন ঘটছে দ্রুত গতিতে। এই পরিবর্তন বজায় থাকলে বা বাড়তে থাকলে ধ্বংসের আর বেশি বাকি নেই। বেশ কয়েক বছর ধরে সতর্ক করার পর এ বার জলবায়ু পরিবর্তন নিয়ে এমনই লাল সঙ্কেত দিল রাষ্ট্রপুঞ্জ। সোমবার এ নিয়ে ইন্টার গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নিয়ে নিজের তাজা রিপোর্ট জমা দিয়েছে৷ তাতে বলা হয়েছে, এ ভাবে চলতে থাকলে কোনও দেশই রক্ষা পাবে না। প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগে তুলনায় ২ ডিগ্রি বেশি বেড়ে যাবে আগামী ২১০০ -র মধ্যে৷ এটা আটকাতে বড়…