27
Apr
দিনে দিনে করোনার প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুর জেলা জুরে। ফলে ইটাহারের গোঠলু হোমগার্ড ট্রেনিং সেন্টারকে সেভ হোম করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। আর এই সেভহোমের করোনা রুগীদের বেশকিছু দিন ধরে অস্বাস্থ্যকর পানীয় জল ও নিম্নমানের খাবার দেওয়ার কারণে কিছু খনের জন্য ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রায় ৫০ জন করোনা সংক্রমিত মহিলা ও পুরুষরা। এদিন বিকেলে এই করোনা সংক্রমিত রুগীরা স্বাস্থ্যকর পানীয় জল ও খাবারের দাবিতে ইটাহার ব্লকের গোঠলু মোর এলাকায় ৩৪ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে রায়গঞ্জ সাবডিভিশনের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন করোনা আক্রান্ত মহিলা ও পুরুষকে ইটাহার…