15
Dec
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বছর শেষে শীত এলো রাজ্যে৷ উত্তুরে হাওয়ায় কাঁপুনি ধরছে বেশ৷ বুধবার এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন৷ এদিকে উত্তর-পশ্চিম ভারতে শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ এরই মধ্যে সপ্তাহান্তে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ রাজধানী দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্চাব সহ গোটা উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ হতে পারে সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী কয়েকদিনের মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ৬ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে৷ রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে৷ এদিকে কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন৷ পারদ নামল…