02
Jun
মঙ্গলবার গুয়াহাটির থেকে ১৫০ কিমি দূরে এক হাসপাতালে অক্সিজেনের অভাবে করনা রোগীর মৃত্যু হওয়ায় চিকিৎসকের ওপর চড়াও হয় মৃতের পরিবার। তার ওপর যথেচ্ছ লাথি মাটিতে ফেলে তাকে, ঘুসি চালালেন মৃতের পরিজনেরা। এমনকি ইট ও লোহার ভারী পাথর দিয়ে তাকে আঘাত করা হয়। ঐদিন দুপুরে হাসপাতাল উডালি মডেলে সে সময় কর্তব্যরত ছিলেন চিকিৎসক সেউজ কুমার সেনাপতি। ঠিক সেই সময় মৃতের পরিজনরা তার ওপর হামলা করেন এরপরই তৎপর হয় অসম পুলিশ। মূল অভিযুক্ত সহ ২৪ জনকে গ্রেফতার করে তারা। মৃতের নাম গিয়াস উদ্দিন, পরিবারের দাবি পর্যাপ্ত অক্সিজেন না পাওয়াতে মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালে দাদি করণা সংক্রান্ত নানা জটিলতার কারণেই মৃত্যু হয় ওই…