truck accident

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে, আহত গাড়ি চালক

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে, আহত গাড়ি চালক

বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়র তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে…
Read More
ট্রাকের পিছনে ধাক্কা মারল আরেকটি ট্রাক, মৃত্যু একজনের

ট্রাকের পিছনে ধাক্কা মারল আরেকটি ট্রাক, মৃত্যু একজনের

একটি মালবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারল আরেকটি ট্রাক। এমনই সড়ক দুর্ঘটনা ঘটল ফুলবাড়ির ঘোষপুকুর এলাকার জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে অতি দ্রুত গতিতে যাওয়া একটি ট্রাক আরেকটি মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা মেরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শিলিগুড়িগামী দুই ট্রাক একই লাইন ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২০ চাকার একটি বড়ো ট্রাকের পিছনে ধাক্কা মারলে পিছনের ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের একজন মারা গেছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করে পুলিশ। ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক । সৌজন্যে খানাখন্দে ভরা রাস্তা । গত দুবছর ধরে বেহাল ইস্টার্ন বাইপাস রোডে তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। আর বর্ষায় জল জমা গর্তে এক মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে জরুরিপরিষেবার সঙ্গে যুক্ত এক মালবাহী ট্রাক এদিন দুপুর নাগাদ ইস্টার্ন বাইপাস রোডে উল্টে যায়। যদিও হতাহতের কোনো খবর নেই। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছে।
Read More