14
Jun
আগামী বুধবার অর্থাৎ ১৬ ই জুন একমাস বন্ধ থাকার পর জামাই ষষ্ঠীর দিনে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির৷ তবে এই করোনা উদ্বেগজনক সময়ে পুজো দেওয়ার সময় একগুচ্ছ নিয়ম মানতে ভক্তদের ।আগে যেমন মায়ের মায়ের মূর্তি স্পর্শ করা যেত এখন তা আর করা যাবে না। এমনকি ছবি তোলাও যাবে না। তার সাথে পুজো দেওয়ার সময় স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করতে হবে। গত ১৫ মে তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যায় শুধুমাত্র নিয়ম মেনে মায়ের নিত্য পূজা করতেন পূজারীরা । তারাপীঠ মন্দিরের ওপরেই হোটেল ব্যবসা থেকে শুরু করে অটো চালক, ফুল, ডালা বিক্রেতার মত অসংখ্য মানুষের জীবিকা নির্ভর করে। মন্দির বন্ধ থাকায় তারাও দুশ্চিন্তায়…