28
Sep
সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হলেন সূর্যসেন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে। পল্লব বিশ্বাস মূলত 'নদী বাঁচাও' ও 'বেটি পড়াও বেটি বাঁচাও' এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান, সমাজের প্রতি দায় আরও বেড়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ্যালয়ের NSS ইউনিট 2 এর সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে তাকে সংবর্ধনা জানায়। অন্য দিকে, এই আনন্দের…