30
Sep
কোচবিহার জেলার কৃষিদপ্তরের অধীনস্ত মাটিপরীক্ষার কাজে যুক্ত ১৩৩ জন আংশিককর্মীর দীর্ঘ দশমাস ধরে কর্মহীন । মাটি পরীক্ষার কাজে নিযুক্ত এই কন্ট্রাকচুয়াল কর্মীরা দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলে গত জানুয়ারি মাস থেকে কর্মহীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় তাদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে এবং স্থায়ীকরনের দাবিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। জানা গেছে কোচবিহার জেলার কৃষি দপ্তরের মাটি পরীক্ষার কাজে রীতিমত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৩৩ জন কর্মচারী যোগ দেয়। কিন্তু একাজে তাদের প্রতিবছর তাদের রিনিউ করতে হত। দীর্ঘ পাঁচ বছর ধরে একাজ করলেও গত জানুয়ারি মাসে করোনার প্রেক্ষাপটে এখনো তারা এবছরের নিয়োগপত্র পায়নি।এতেই সমস্যায় পড়েছে একাজের সঙ্গে যুক্ত…