siliguri njp to alipurduar

একুশের শুরুতেই শুরু হতে পারে বিদ্যুৎ চালিত রেলইঞ্জিন

একুশের শুরুতেই শুরু হতে পারে বিদ্যুৎ চালিত রেলইঞ্জিন

সবকিছু ঠিকঠাক থাকলে একুশের শুরুতেই শুরু হতে পারে বিদ্যুৎ চালিত রেলইঞ্জিন। সূত্রের খবর শিলিগুড়ি এনজেপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিদ্যুতিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে।২১ সালের শুরুতেই জলপাইগুড়ি-এনজেপি ও আলিপুরদুয়ার লাইনে চালু হয়ে যেতে পারে ইলেকট্রিক ট্রেন। ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশন সহ বিভিন্ন স্টেশন এলাকার বৈদ্যুতিক লাইন পরিদর্শন করেন রেল দপ্তরের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআর‌এম মনোজকুমার জিন্দাল। তিনি বলেন, বৈদ্যুতিক রেল লাইনের কাজ পরিদর্শনে এসেছি। খুব ভাল কাজ হয়েছে। জানান, খুব শীঘ্রই এই লাইনে ইলেকট্রিক ট্রেন চলবে।জানা গেছে, প্রাথমিক পর্বে এই রুটে ইলেকট্রনিক ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি থেকে অসমের বঙ্গাইগাওঁ পর্যন্ত। পরবর্তীতে গৌহাটি পর্যন্ত বাড়ানো হবে এই বৈদ্যুতিক…
Read More