28
Sep
শিলিগুড়িতে জাতির জনক গান্ধীজির মূর্তি বসানোতে অবশেষে অনুমতি দিল রাজ্য প্রশাসন। গত কয়েকমাস আগে শিলিগুড়ির গান্ধী মোড়ে (এয়ার ভিউ মোড়) গান্ধী মূর্তি বসানোর পরিকল্পনা নেয়শিলিগুড়ি পুরনিগম। কিন্তু রাজ্যসরকার ওই মূর্তি বসানো নিয়ে অনুমতি না দেওয়ায় দীর্ঘদিন সেই কাজ থমকে ছিল। এর পর সেই মূর্তি শিলিগুড়ির কোর্টমোড় সংলগ্ন স্থানে বসানোর সিদ্ধান্ত নিলেও অনুমতি পায়নি পুরনিগম। এই মূর্তি বসানো নিয়ে পুরনিগম-রাজ্যপ্রশানের দ্বৈত দ্বন্দ্বের জল গড়িয়েছিল মহানন্দা দিয়ে। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে গান্ধীজির মূর্তি বসানোর সবুজ সংকেত মেলায় পুজোর আগে এই কাজ শেষ করতে চায় পুরনিগম। সূত্রের খবর গান্ধী মোড়ে মূর্তি বসানোর অনুমতি প্রথমদিকে মিললে অক্টোবরের মধ্যেই কাজ শেষ করত পুরনিগম। ২রা…