13
Jul
সিকিম ভুটানে চলছে লাগাতার বৃষ্টি।আবহাওয়াবিদদের আগাম পূর্বাভাস মিলে গিয়ে উত্তর সিকিম ও ভুটানে অবিরাম বৃষ্টি হচ্ছে গতকয়েকদিন ধরে।এর ফলে সিকিম ভুটান থেকে আসা উত্তরবঙ্গ ও আসামের পাহাড়ি ও নদীগুলি ফুলেফেঁপে উঠেছে জলে।দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। আসামের বিস্তীর্ণ এলাকা আগেই জলের তলায় চলে গেছে ,এবার উত্তরবঙ্গের তিস্তা ,মহানন্দা ,তোর্ষা,ডুডুয়া নদীগুলি এমনকি পাহাড়ি ঝোরাগুলি দিয়েও বইছে স্রোতের বহর। এরফলে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বিস্তীর্ণ এলাকা প্লাবিত।মেখলিগঞ্জ ,মাথাভাঙ্গা জলপাইগুড়ির অনেক এলাকায় নদীর জল ঢুকে গিয়েছে বাড়িতে, ঘরবাড়িছাড়া অনেক মানুষ।তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হলেও পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরকে তৈরি থাকতে…