protest parmanent

কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে পথ অবরোধ

কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে পথ অবরোধ

কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে এবার জোরদার আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা । গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি‌র আনন্দ চন্দ্র কলেজের সামনে অবস্থান আন্দোলন করছিলেন তারা । সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা । এরপর জলপাইগুড়ি‌র কদমতলা মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা‌ন । অবিলম্বে কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের পাশাপাশি সমকাজে সমবেতনের দাবি তোলেন তারা । পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ‍্য সহ সম্পাদক ও জলপাইগুড়ি জেলার সভাপতি উত্তম সোম বলেন, দীর্ঘদিন ধরেই সামান্য বেতনে কাজ করতে হচ্ছে তাদের। অথচ এক‌ই কাজ করে পাঁচ-সাত গুন বেশি মাইনে পাচ্ছেন…
Read More