potter

ক্ষতিগ্রস্ত  মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতার দাবি

ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতার দাবি

দীর্ঘ দশ এগারোমাসের করোনাকালে পুজো অনুষ্ঠান হয়েছে নমোনমো করে। বড়ো পুজো, অনুষ্ঠানগুলি ছোট করে পুজো করেছিল আর্থিক এবং কোভিড প্রেক্ষাপটকে মাথায় রেখে । এর ফলে সবচেয়ে বেশি আর্থিক সমস্যার মুখে পড়েছিল মৃৎশিল্পীরা । ক্ষতিগ্রস্ত এই মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতার দাবি জানাল জলপাইগুড়ি মৃৎশিল্পী সমিতি। এদিন জলপাইগুড়ি মৃৎ শিল্পী সমিতির ১৬ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরের নেতাজি পারা সংলগ্ন এলাকায়। সম্মেলন শেষে মৃৎ শিল্পীরা জানিয়েছেন করোনা পরিস্থিতিতে মৃৎ শিল্পীরা ক্ষতির মুখে পড়েছিল। অন্যান্য বছর যা পূজা হয় তার অর্ধ্যেকও হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে তারা সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতি সরকারের পাশে না দাঁড়ালে পথে বসতে হবে বলে জানান তারা।…
Read More