16
Jun
করোনা প্রতিষেধক টিকা নিতে এসে পাঁচ হাজার টাকা হারিয়ে যায় এক প্রবীণের। ওই টাকা দিয়ে জামাই ষষ্ঠীর বাজার সারার পরিকল্পনা ছিল তাঁর। হারিয়ে যাওয়া টাকা ফেরত পাবেন এমনটা আশা করেননি জলপাইগুড়ি নতুন পাড়ার এক বেসরকারি আবাসনের বাসিন্দা বিবেকানন্দ ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মী বিবেকানন্দ বাবু টিকা নিতে পেরে খুশি হলেও টাকা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। ষষ্ঠীর বাজার করবেন কিভাবে? এই দুশ্চিন্তায় তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। শহরের কংগ্রেস পাড়ার টিকাকরণ শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কনস্টেবল বাবলু বাসফোর পাঁচ হাজার টাকা কুড়িয়ে পান টিকাকরণ শিবির চত্বরে। দ্রুত ওই টাকা কর্তব্যরত চিকিৎসকের কাছে জমা দেন…