13
Apr
আঁত্রেপ্রিনারশিপ এডুকেশন, রিসার্চ, ট্রেনিং ও ইনস্টিটিউশন বিল্ডিংয়ের একটি ন্যাশনাল রিসোর্স ইনস্টিটিউট হিসেবে সুপরিচিত আঁত্রেপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ইডিআইআই), আমেদাবাদ। এপর্যন্ত ১৭৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে ইডিআইআই, যাতে তারা আঁত্রেপ্রিনিউরিয়াল ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে পারে। প্রসঙ্গত, এইসব শিক্ষার্থীদের ৭৮ শতাংশ সফল আঁত্রেপ্রিনার ও সোস্যাল চেঞ্জ লিডার হতে সক্ষম হয়েছে। বাকিরা কর্পোরেট সেক্টর বা অ্যাকাডেমিকসে কর্মজীবন শুরু করেছে অথবা উচ্চতর পড়াশোনায় নিয়োজিত রয়েছে। আঁত্রেপ্রিনারশিপ এডুকেশনের সুপরিচিত শিক্ষায়তনইডিআইআই-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলিতে আছে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট-আঁত্রেপ্রিনারশিপ (পিজিডিএম-ই) এবং আঁত্রেপ্রিনারশিপ অ্যান্ড ভেঞ্চার ডেভেলপমেন্ট (আইইভি)। দুই বছরের শিক্ষাক্রমের শেষে শিক্ষার্থীরা এক কার্যকর প্রোজেক্ট রিপোর্ট নিয়ে প্রস্তুত হয়ে যায়। ইডিআইআই তাদের প্রয়োজনীয় ফলো-আপ সাপোর্ট জোগায়, যাতে…