02
Sep
প্রতিদিন মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়ছে চিন্তার। একে করোনা আবহ তার মাঝে প্রতিনিয়ত বাড়ছে পেট্রল ও রান্নার গ্যাসের দাম। আজ নতুন করে বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১৫ দিনের মধ্যেই আরও ২৫ টাকা বাড়ল দাম। কলকাতায় ১৪.২ কেজি ভরতুকিবিহীন রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১১ টাকা। তবে মাসের প্রথমদিন খানিক স্বস্তি দিয়ে সামান্য কমল জ্বালানি তেলের মূল্য। পেট্রলের পাশাপাশি নিম্নমুখী ডিজেলও। ইতিমধ্যেই দেশের প্রায় ১৯টি রাজ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। ফলে, মূল্যবৃদ্ধির কোপে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ১৫ পয়সা করে কমানো হয়েছে ডিজেলের দামও। রাজধানী দিল্লিতে বুধবার এক লিটার পেট্রলের জন্য খরচ…