pathsree abhijan

পুজোর মুখে নতুন রাস্তা পেয়ে খুশি গাইসালবাসী

পুজোর মুখে নতুন রাস্তা পেয়ে খুশি গাইসালবাসী

পুজোর মুখে পথশ্রী অভিযানের দৌলতে দুটি রাস্তা পাচ্ছে ইসলামপুরের গাইসাল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় চলাচলে খুবই সমস্যায় পড়ত বাসিন্দারা । এদিন রাস্তার কাজের সূচনা করেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার এবং বিডিও শতদল দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ললিত সিংহ। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জানান, মোট কুড়ি কিলোমিটারের কিছু বেশি রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গেছে জেলা থেকে। ইতিমধ্যে একাধিক রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেছে। এরপরে কাজ শুরু হচ্ছে পন্ডিতপোতা এক গ্রাম পঞ্চায়েতে। সেখানে দুটি রাস্তা উদ্বোধন করার কথা জানান তিনি। অন্যদিকে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল ।দীর্ঘদিন পর তাদের…
Read More
পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার সূচনা করলেন আব্দুল করিম চৌধুরী

পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার সূচনা করলেন আব্দুল করিম চৌধুরী

গ্রামে ধারাবাহিক উন্নয়ন চলছে উন্নয়নের সরকারের সক্রিয়তায়। মা-মাটি-সরকার এই উন্নয়নকে হাতিয়ার করেই চলে। এমনটাই জানালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার বিকাশের বার্তা দিচ্ছেন এভাবেই। শনিবার ইসলামপুর ব্লক এর পন্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের ধুলাইবস্তি এলাকায় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার শুভ সূচনা করতে এসে এমনই জানান ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী ।তিনি বলেন, ওই এলাকায় পাঁচশো মিটার রাস্তার কাজ শুরু হচ্ছে ।কাজ যাতে খুব তাড়াতাড়ি শেষ হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে ইসলামপুর ব্লক এর গাইসাল এক,গাইসাল দুই এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজন পথশ্রী প্রকল্পের কোন সুবিধা পায়নি…
Read More