ORS

এই ভীষণ রোদে ওআরএস-এর জল খেলে দূর হবে ক্লান্তি

এই ভীষণ রোদে ওআরএস-এর জল খেলে দূর হবে ক্লান্তি

তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। কাঠফাটা রোদ্দুর আর অস্বস্তিকর গরমে বাঙালির হাঁসফাঁস অবস্থা হয়েছে। এই অবস্থায় রাস্তায় বেরোনো খুব চাপের। কিন্তু কাজ থাকলে রোদে না বেরিয়ে উপায় নেই। তবে, জলের বোতল সঙ্গে নিতে ভুলবেন না। আবার যদি নুন-চিনি মিশিয়ে নেন, মিলবে আরও উপকারিতা। কিংবা মেশাতে পারেন ওআরএস-ও। গরমে অত্যধিক ঘাম হলে জল ও ইলেক্ট্রোলাইট শরীর থেকে বেরিয়ে যায়। গ্লুকোজও থাকে এর মধ্যে। গ্লুকোজ হল শারীরিক শক্তির উৎস। সুতরাং, দেহ থেকে এসব উপাদান বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং ক্লান্ত লাগে। এই অবস্থা ওআরএস-এর জল খেলে ক্লান্তি দূর হয়ে যাবে। এটি দেহে…
Read More