nss

সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের  সমাজসচেতনতা শিবির

সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের সমাজসচেতনতা শিবির

শিলিগুড়ি সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সাতদিন ধরে বিভিন্ন সমাজসচেতনতা শিবিরের আয়োজন করল শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকায়। জানা গেছে সাতদিন ধরে চলা এই শিবিরে ইউনিট ওয়ানের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ এবং অনুষ্ঠানের আয়োজন করে। সূত্রের খবর ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ধরে এই শিবির অনুষ্ঠিত হয়। এই সাতদিনে স্বচ্ছতা, মহিলাদের সেলফ ডিফেন্স, প্যাড বিতরণ, যোগা, চক্ষু পরীক্ষা শিবির,এবং আধুনিক জীবন শৈলী নিয়ে মানুষকে সচেতন করা হয়। এর পাশাপাশি মদ্যপান ,করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার উপায় গুলি নাটকের মাধ্যমে মানুষকে বোঝায় ইউনিটের ছাত্রছাত্রীরা। হিমালয়ান ইন্সটিটুশন এর সহায়তায়  গ্রামবাসীদের জন্য  বিনামূল্যে আই চেকাপ ক্যাম্পের আয়োজন করা হয়। মোট  ৬৫ জন মানুষের…
Read More