07
Jun
করোনা মোকাবিলায় অ্যান্টি-হেলমিনিটিক ড্রাগ নিকলসামাইড-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর এবং লাক্সাই লাইফ সায়েন্সেস। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এতদিন নিকলসামাইড ওষুধটি ফিতাকৃমির সমস্যার জন্য বড় ও ছোটদের খাওয়ানো হতো। ওষুধটি করোনা ভাইরাসকে কাবু করতে কতটা সক্ষম, তা জানতে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। এবার শুরু হল দ্বিতীয় পর্যায়। হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের জন্য এই নিকলসামাইড ওষুধটি কতটা কার্যকরী হবে, তা জানতে শুরু হল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী লাক্সাই লাইফ সায়েন্সেসের সিইও রাম উপাধ্যায়। বিজ্ঞান ও প্রযুক্তি…