ngo

চাবাগানের  শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের

চাবাগানের শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের

চাবাগানের দুঃস্থ শ্রমিকদের শীতবস্ত্র দান করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে শনিবার প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে চা-বাগানের শ্রমিক ও শিশুদের মধ্যে কম্বল, শীতবস্ত্র, মাস্ক ও স‍্যানিটাইজার বিতরণ করা হয়। জলপাইগুড়ি‌ সদর ব্লকের ডেংগুয়াঝার চা বাগানের হান্টুপাড়া শ্রমিক লাইনে বাসিন্দা‌দের মধ্যে মোট আড়াইশো কম্বল ও বস্ত্র বিতরণ করে ওই এনজিও সংস্থাটি।এক‌ইসাথে তুলে দেওয়া হয় মাস্ক ও স‍্যানিটাইজার। বাগানের বাসিন্দারা‌ও যাতে যোগব‍্যায়াম ও প্রাণায়ামের মাধ্যমে সুস্থ সবল থাকতে পারে তা নিয়ে‌ও এদিন সকলের মধ্যে সচেতনতা প্রচার করে‌ন তারা। প্রভাত রিতু সেবা সদন স্বেচ্ছাসেবী সংস্থা‌র পক্ষ থেকে প্রভাতচন্দ্র সরকার বলেন, চা-বাগানের বাসিন্দা‌দের সুস্বাস্থ্যের কথা ভেবেই এই সচেতনতা প্রচার করছেন…
Read More