nasya sekh

নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা  আলিপুরদুয়ারে

নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা আলিপুরদুয়ারে

উত্তরবঙ্গে সংখ্যালঘু নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা হলো আলিপুরদুয়ারে। এদিন আলিপুরদুয়ারে দলসিংপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।এদিনের সভা শেষে উত্তরবঙ্গ উন্নয়ণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজিজুল মিঞা জানান আমাদের দীর্ঘদিনের দাবী নস‍্যশেখ উন্নয়ণ পর্ষদ গঠন করা । আমরা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া নস‍্যশেখ সম্প্রদায়ের মানুষদের দীর্ঘদিনের দাবি আমাদের জন‍্য নস‍্য শেখ উন্নয়ণ পর্ষদ গঠন । গত ১৬ ডিসেম্বর মূখ্যমন্ত্রী কোচবিহারের এসে আশ্বাস দিয়েছেন উন্নয়ণ পর্ষদ গঠন হবে এতে আমরা খুশি কেননা আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।
Read More
নস‍্য শেখ উন্নয়ণ পরিষদের দাবি জানিয়ে সভা আলিপুরদুয়ারে

নস‍্য শেখ উন্নয়ণ পরিষদের দাবি জানিয়ে সভা আলিপুরদুয়ারে

দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সংখ্যালঘুরা আলাদা পরিষদের দাবি জানিয়ে আসছে। এই দাবিকে আরো জোরদার করতে এদিন নস‍্য শেখ উন্নয়ণ পরিষদের আলিপুরদুয়ার জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় তালেশ্বরগুড়ি জুনিয়র হাই স্কুলে। আলিপুরদুয়ার জেলার টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের তালেশ্বরগুড়ি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় । জানা গেছে সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রাও উপস্থিত ছিলেন । নস্য শেখ সম্প্রদায়ের শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন এই সভায়। উল্লেখ্য ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়িতে কর্মীসভায় উত্তরবঙ্গের সংখ্যালঘু নস্যসেখদের জন্য আলাদা বোর্ডের বিষয়টি আলোচনা করে দেখার কথা জানিয়ে ছিলেন।
Read More
নারায়ণী ব্যাটেলিয়নে ৩০ শতাংশ আসন সংরক্ষণের দাবিতে আন্দোলন নস্যশেখ মঞ্চের

নারায়ণী ব্যাটেলিয়নে ৩০ শতাংশ আসন সংরক্ষণের দাবিতে আন্দোলন নস্যশেখ মঞ্চের

নারায়ণী ব্যাটালিয়নে ৩০ শতাংশ আসন সংরক্ষণের দাবিতে পথে নামলেন নস্যশেখ উন্নয়ন মঞ্চের সদস্যরা। উল্লেখ্য, সম্প্রতি কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নস্যশেখ মঞ্চের দাবি কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ন বা নারায়ণী রেজিমেন্ট তৈরি হলে কোচবিহারের ভূমিপুত্র হওয়ার দরুন তাদের ৩০ শতাংশ আসন সংরক্ষন রাখার দাবি তোলেন তারা। এনিয়ে জেলাপ্রশাসনকে চিঠি দিতে চলেছেন মঞ্চের সদস্যরা।
Read More