Mukoshtontra

প্রাজ্ঞ দত্তর পরিচালনায় ‘মুখোশতন্ত্র’

প্রাজ্ঞ দত্তর পরিচালনায় ‘মুখোশতন্ত্র’

কোলাহলের চতুর্থ প্রযোজনা হিসেবে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের নবরূপান্তর ঘটিয়ে মঞ্চে আসছে মুখোশতন্ত্র। এটি প্রথম মঞ্চস্থ হবে ৪ এপ্রিল, অনুভব কালচারাল গ্রুপের আমন্ত্রণেচিত্তরঞ্জনের রবীন্দ্র মঞ্চে। মুখোশতন্ত্রের সঙ্গে সাত বছর পর মঞ্চে ফিরছেনঅভিনেতা তথা সমাজকর্মী নাইজেল আক্কারা। এই নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন নাইজেল। নাটকটির নবরূপ দিয়েছেন পরিচালক প্রাজ্ঞ দত্ত। তৎকালীন পরিস্থিতির সঙ্গে বিভিন্ন ধরণের ফোক ও মার্শাল ডায়ালেকটিক্স মিশিয়ে তিনি তা মঞ্চে উপস্থাপন করেছেন। প্রাজ্ঞ দত্ত নিজে এই নাটকে রয়েছেন ম্যালকমের চরিত্রাভিনয়ে।এই নাটকে বাংলার ছৌ ও রায়বেশী মার্শাল ফোক ফর্ম এবং দক্ষিণ ভারতের মার্শাল ফর্ম কালারি ও সিলম্বম ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে কালী ফিলিপিন আর্ট ও হাকা মাওরি আর্ট।…
Read More