17
Nov
বাড়ি ফেরার পথে রাস্তায় গণধর্ষিত এক।মহিলা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ এলাকার স্থানীয় যুবক বিশ্বনাথ তাঁতির বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগ বাজার থেকে ফেরার পথে বিশ্বনাথ তাঁতী তাকে কুপ্রস্তাব দেয়। তাতে মহিলাটি রাজি না হওয়ায় গলায় আগ্নেয়াস্ত্র লাগিয়ে জোরপূর্বক রাস্তার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে এই নৃশংস কাজ করে। ঘটনাটি ঘটেছে মালদার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের কক্লামারি লক্ষ্মীপুর টোলা এলাকায়। অভিযুক্ত এলাকারই বিশ্বনাথ তাঁতি। লিখিত অভিযোগ করল ও যুবকের বিরুদ্ধে মহিলা মালদা ইংরেজবাজার থানায়। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে মহিলা বাড়ি থেকে বাজার করতে গিয়েছিলেন লক্ষ্মীপুর এলাকায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মাঝখানে আম বাগানের ভেতরে ওই মহিলার হাত ধরে…