22
Dec
দিদির নামে প্রায় পনের বিঘা জমি ছিনিয়ে নিতে দিদিকে প্রাণে মেরে ফেলতে চেষ্টা করল ভাই। এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার এলাকায়। জানা গেছে ওই পনের বিঘা জমির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই টাকা হাতিয়ে নিতে দিদিকে বাঁশ দিয়ে অন্ধ করে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ভাই পলাতক।মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার ডান চোখে নষ্ট হয়ে গিয়েছে । এই ঘটনায় আক্রান্ত মহিলা তার ভাই ও ভাইয়ের পরিবারের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত দিদির নাম নিভা সরকার(৪০)। অভিযুক্ত ভাই বিপদ মন্ডল তার স্ত্রী রিঙ্কু মন্ডল…