malda book fair

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা। আজ তারই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন মালদার জেলাশাসক রাজশি ঘোষ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।জানা গেছে এই বইমেলা আগামীকাল শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হবে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে। এ বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক প্রমোদ কুমার মাহাতো জানান,এবছর বই মেলায় থাকবে ১১০ টি স্টল। তারমধ্যে থাকতে পারে কলকাতার 50 টি বইয়ের স্টল, এছাড়া বাংলাদেশের বইয়ের স্টল মেলায় থাকে তার আবেদন জানানো…
Read More