lorry driver

গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা  পুলিশের

গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা পুলিশের

 শীতের রাতে দূরপাল্লার গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা করল মালদা জেলা পুলিশের। এই ব্যতিক্রমী ঘটনায় প্রশংসিত পুলিশ । সূত্রের খবর শীতের হাড়কাপুনি ঠান্ডায় রাতে গাড়ি চালানো খুব কষ্টকর। মাঝে মাঝে লরি চালকদের ঘুম পেয়ে যায়।এমন অবস্থায় দুর্ঘটনাও ঘটে অনেক। এই দুর্ঘটনা রুখতেই অভিনব ব্যবস্থা করল পুলিশ।শুক্রবার গভীর রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের এই অভিনব উদ্যোগ নেয় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা।  এদিন অধিকাংশ ভিন রাজ্যে চলাচলকারী পণ্যবাহী লরি , সরকারি, বেসরকারি বাস চালকদের বিশেষ করে চা, কফি পান করানোর ব্যবস্থা করানো হয়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে…
Read More