25
Oct
উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঝুঝারপুড়িয়ানী কালী পূজায় মেতে উঠলো রাজবংশী সম্প্রদায়ের লোকজন সহ এলাকার লোকজন। স্থানীয় লোকজন বলেন, এই কালী পূজা শুরু করছিলেন পূণিয়া রাজা পৃথ্বী রাজ চোধুরী। রাজার আমল থেকেই ঝুঝারপুড়িয়ানী কালী পূজো হয়ে আসছে। রাজার আমল চলে যাওয়ার পড়ে রাজা পৃথ্বীরাজ চোধুরী কালী পূজো রাজবংশী সম্প্রদায় সুশীল সিংহের বংশধরকে দিয়ে যান। কালী পূজোর রাতেই ঝুঝার পুর গ্ৰামে কালী পূজো হয়। এরপর ভোর বেলা ভক্তরা কাঁধে তুলে মা কালীকে নিয়ে গোটা গ্রাম ঘোরানোর পর ডুমারাডাঙ্গি নিজ স্থানে রেখে দেন। তবে এই কালী মায়ের নিদিষ্ট কোনো রাস্তা নেই। ধানের জমি থেকে শুরু করে খাল বিল…