join bjp

তৃনমূল ছেড়ে বিজেপিতে যেতেই দশরথের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির নিচুতলার কর্মীদের

তৃনমূল ছেড়ে বিজেপিতে যেতেই দশরথের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির নিচুতলার কর্মীদের

প্রাক্তন তৃনমূল সাংসদ দশরথ তিরকির বিজেপিতে যোগ দিতেই বিক্ষোভের ছবি দেখা গেল আলিপুরদুয়ারে। এদিন মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শুভেন্দু সঙ্গে আলিপুরদুয়ারের তৃনমূল নেতা দশরথ তিরকিও পদ্মফুলে নাম লেখান। আর এতেই জেলা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে।বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের কামাখ্যাগুড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য, তৃণমূলের হার্মাদ দশরথ তিরকে কোনমতেই দলে নেওয়া যাবে না। দশরথ তিরকের দলে কোনো ঠাঁই নেই । এদিন কামাখ্যাগুড়ি প্রধান সড়কে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ‍্য এদিন মেদিনিপুরে বিজেপির অমিত সাহ জনসভায় বিজেপিতে যোগদান করে দশরথ তিরকে ।ওপরদিকে দশরথ তিরকে তৃণমূল থেকে চলে গেলে দলে…
Read More
বিজেপিতে ফিরলেন কুশল চ্যাটার্জি

বিজেপিতে ফিরলেন কুশল চ্যাটার্জি

প্রায় দুবছর পর "ঘরওয়াপসি" হল বিজেপি নেতার। বছর দুয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান। তৃণমূলের নবনিযুক্ত কমিটিতে জেলা সম্পাদকের পদও পান। তবুও সবাইকে আশ্চর্য্য করে বিজেপিতেই ফিরলেন কুশল চ্যাটার্জি। সূত্রের খবর সঙ্ঘের আদর্শে বিশ্বাসী এই নেতা তৃণমূলে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার হাত ধরে তিনি যোগ দিলেন বিজেপিতে। যদিও তিনি কি কারনে তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগ দিলেন তা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাননি । এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন সংঘের রাজনৈতিক আবহে রাজনীতি করা মানুষ কখনোই তৃণমূলের রাজনৈতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে না।
Read More