jalpqaiguri

বন্ধের বিরোধিতায়  রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা

বন্ধের বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা

একাধিক বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে আজ যেখানে বাম কর্মীরা রাস্তায় বন্ধ করতে পথে নামল ঠিক বন্ধের বিরোধিতা করে এদিকে এদিন রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা। জানা গেছে জলপাইগুড়িতে বন্ধের বিরোধিতা করে পথে নামতে দেখা গেলো তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানীকে। এদিন তাকে দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সমাজ পাড়াস্থিত তৃনমুল জেলা কার্যালয়ের সামনের রাস্তা থেকে বন্ধের ইসুকে সমর্থন করার পাশাপাশি বন্ধকে বিরোধিতা করে শহরের রাস্তায় হাটতে দেখা গেলো তাদের। ঘটনায় তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি। তাই আমরা বাম ও কংগ্রেসের যৌথ আন্দোলনের দাবী গুলিকে সমর্থন করি। তাই…
Read More
লকডাউনে খাবার বিতরণ  মন্দির কমিটির

লকডাউনে খাবার বিতরণ মন্দির কমিটির

শুক্রবার মাসিক লকডাউন এর দ্বিতীয় দিনে শহরের করুন করো না পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জলপাইগুড়ি জেলার অন্তর্গত রায়কত পাড়ার দক্ষিণমুখী হনুমান মন্দির কমিটির উদ্যোগে বিতরণ করা হয় খাদ্যদ্রব্য । সূত্রের খবর এইদিন জলপাইগুড়ি সদর হাসপাতালে মাদার এন্ড চাইল্ড হাবে ভর্তি থাকা রোগীদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় রান্না করা খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্যের সাথে সাথে দেওয়া হয় মাস্ক এবং জলের বোতল । উদ্যোক্তারা আরও জানিয়েছেন যে, তারা আগামী কাল অর্থাৎ শনিবার পুনরায় খাদ্য বিতরণ করবেন ।
Read More