italy

৭০ বছর পর, হ্রদের তলা থেকে বেরিয়ে এল আস্ত একটি গ্রাম

৭০ বছর পর, হ্রদের তলা থেকে বেরিয়ে এল আস্ত একটি গ্রাম

হ্রদের তলা থেকে আস্ত একটি গ্রামের সন্ধান মিলল ৭০ বছর পর। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ইটালির টাইরোলে। রেসচেন পাসের কাছেই রয়েছে লেক রেসিয়া যেখান থেকে বার করা হচ্ছিল জল। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নীচে ডুবে থাকা গ্রামটি। জানা গিয়েছে, গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে। ১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি জলে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি জলে তলিয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। সেই থেকে গ্রামটি হ্রদের নীচে সকলের অগোচরে ছিল। হঠাৎই ৭০ বছর আগের সেই গ্রামের সন্ধান…
Read More